AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩০০ ফুট গভীর খাদে পড়ল ভারতীয় সেনাবাহিনীর গাড়ি, নিহত ৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩১ এএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
৩০০ ফুট গভীর খাদে পড়ল ভারতীয় সেনাবাহিনীর গাড়ি, নিহত ৫

ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ সেনা। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, উপত্যকার ঘড়োয়া এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ছয়টি গাড়ির একটি বহর সেনাসদস্যদের বহনকারী ওই গাড়িটি জেলার বানোই যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। আর এর ফলেই ঘটে এই বিপত্তি। পুঞ্চের মেনধারের বালনোই এলাকার ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি।

কাছেই রয়েছে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একেবারে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

ভারতের এক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে- তবে সম্ভবত চালক রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনী এই ঘটনার পেছনে কোনো সন্ত্রাসী-সম্পর্কিত কার্যকলাপ অস্বীকার করেছে।

দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের জরুরি সদস্যরা উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ছুটে যায়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!