AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ায় ১০ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:০১ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৪
আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ায় ১০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো দুইজন। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

গত সপ্তাহে পশ্চিম জাভার সুকাবুমী জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধস ও বন্যার সৃষ্টি করে। এতে পাহাড়ি গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর তীর ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

জানা যায়, বন্যায় ১৭০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ অঞ্চলে বেশ কিছু সেতু, সড়ক ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

সুকাবুমীর একটি উদ্ধার কমান্ড পোস্টের প্রধান ইউদি হরিয়ান্তো বলেন, উদ্ধারকারীরা তেগালবুলেদ, সিম্পেনান ও চিয়েমাস গ্রাম থেকে অন্তত ১০টি মরদেহ উদ্ধার করেছেন, যার মধ্যে তিনজন শিশু।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, রাস্তাগুলো কাদা-পানির নদীতে পরিণত হয়েছে এবং বন্যার পানিতে গাছপালা উপড়ে পড়েছে।

অক্টোবর থেকে মার্চের মধ্যে ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাত প্রায়ই বন্যা ও ভূমিধস সৃষ্টি করে। গত মাসে, ভারী বর্ষণের ফলে উত্তর সুমাত্রা প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যায় ২০ জন নিহত এবং দুইজন নিখোঁজ হন। এছাড়া, ওই অঞ্চলে একটি ভূমিধসের কবলে পড়ে একটি পর্যটক বাসের নয় যাত্রী নিহত হন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!