ইসরাইলি সেনাবাহিনীর হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করার পর বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস আর গাজা শাসন করবে না।
জেরুজালেম থেকে সিনহুয়া জানায়, নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেন, হলোকাস্টের পর থেকে যে ব্যক্তি আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তাকে আজ নিখোঁজ করা হয়েছে।
গাজায় যারা ইসরাইলিদের জিম্মি রেখেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে তার অস্ত্র সমর্পণ করবে এবং জিম্মিদের ফিরিয়ে দেবে, আমরা তাকে ছেড়ে দেব এবং বাঁচতে দেব। কিন্তু যে তাদের ক্ষতি করবে, তার রক্ত তার নিজের মাথায় পড়বে।
নেতানিয়াহু এই অঞ্চলের জনগণকে ‘অশুভের অক্ষ রুখে দিতে এবং সমগ্র অঞ্চলে একটি শান্তি ও সমৃদ্ধির ভিন্ন ভবিষ্যৎ গড়ার’ আহ্বান জানান।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এবং ইসরাইলি নিরাপত্তা সংস্থা বৃহস্পতিবার যৌথভাবে নিশ্চিত করেছে যে, বুধবার ইসরাইলি সেনাদের হাতে গাজা উপত্যকায় হামাস নেতা সিনওয়ার নিহত হয়েছেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

