AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমপক্সের সংক্রমণ বাড়ছে পাকিস্তান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:০৪ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৪

এমপক্সের সংক্রমণ বাড়ছে  পাকিস্তান

পাকিস্তানে বাড়ছে এমপক্সের সংক্রমণ। ২৪ ঘণ্টা না পেরুতেই রোববার (১ সেপ্টেম্বর) দেশটিতে আরো এক জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জিও নিউজের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার পেশোয়ারে চতুর্থ ব্যক্তির দেহে এমপক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে।

শহরটি ভাইরাসের হটস্পট হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধুমাত্র পেশোয়ারে চারজন এমপক্সে শনাক্ত হওয়ায় সেখানে ভীতির সৃষ্টি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন শহরটি রোগটির অন্যতম মূলকেন্দ্রে পরিণত হতে পারে।

রোববার যে ব্যক্তির এমপক্স শনাক্ত হয়েছে তিনি গালফ অঞ্চলের একটি দেশ থেকে এসেছিলেন। ৪৭ বছর বয়সী এই ব্যক্তিকে গত ২৯ আগস্ট সীমান্ত স্বাস্থ্য সেবার কর্মীরা আলাদা করে রাখেন। এখন শঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ থেকে আসা মানুষের মাধ্যমে আরও মানুষ এমপক্সে আক্রান্ত হতে পারেন।

পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণার পর চারজন আর সবমিলিয়ে পাঁচজনের দেহে এমপক্সের উপস্থিতি পাওয়া গেছে।


একুশে সংবাদ/ এস কে
 

Shwapno
Link copied!