উগান্ডার রাজধানী কাম্পালায় একটি বিশাল আবর্জনার স্তূপে ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। শহরের একমাত্র ল্যান্ডফিল সাইট কিতিজিতে আবর্জনার বিশাল অংশ ভেঙে পড়ার দু`দিন পর রোববার পুলিশ মৃতের সংখ্যা ঘোষণা করে।
স্থানীয় পুলিশের মুখপাত্র প্যাট্রিক অনইয়াঙ্গো বলেন, কেউ আটকা পড়েছে কিনা, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন।
তিনি বলেন, আমাদের অনুমান- এই ঘটনায় প্রায় এক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে সরকারের অন্যান্য সংস্থা এবং কমিউনিটি নেতৃত্বের সঙ্গে কাজ করছি, কীভাবে ক্ষতিগ্রস্থ লোকদের সহায়তা করা যায় তা দেখছি।
আনুমানিক ৪০ লাখ লোকের বাসস্থান কাম্পালার মেয়র এরিয়াস লুকওয়াগো সংবাদমাধ্যম এএফপিকে বলেন, এটি ছিল এমন ‘একটি বিপর্যয় (যেটি) ঘটতে বাধ্য’, এবং ‘অনেক মানুষ, আরো অনেকেই এখানে সমাহিত হয়ে থাকতে পারেন’।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শহর কর্তৃপক্ষ অনেক বছর ধরে আবর্জনার জন্য একটি নতুন স্থান খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানা গেছে।
রয়টার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে আবর্জনার তৈরি বিশাল পাহাড় ধসে পড়ে। এর ফলে আশপাশের বাড়িঘরের বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়েন।
প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি কীভাবে ‘সম্ভাব্য বিপজ্জনক স্তূপের’ কাছাকাছি মানুষকে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল তা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এটিকে ‘বিপজ্জনক অঞ্চল’ বলে অভিহিত করে লোকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :