মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সাইপ্রাসে ভিড়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশটির লিমাসোলের দক্ষিণ বন্দরে ইউএসএস ওয়াস্প নামের জাহাজটি নোঙর করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
সাইপ্রাসের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে জাহাজটি সেখানে গিয়েছে। জরুরি অবস্থায় মার্কিন নাগরিকদের অঞ্চলটি থেকে সরিয়ে নিতে এটি সাহায্য করবে বলেও জানান তিনি।
এদিকে, দেশটিতে অবস্থানরত ইউরোপীয়-মার্কিনসহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় সব সহায়তা করবে বলে জানিয়েছে সাইপ্রাস।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

