AB Bank
  • ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্লাস থ্রি-এর ছাত্রকে গুলি ৫ বছরের শিশুর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২৪ পিএম, ১ আগস্ট, ২০২৪

ক্লাস থ্রি-এর ছাত্রকে গুলি ৫ বছরের শিশুর

পাঁচ বছরের এক শিশু স্কুলে নিয়ে গেল বন্দুক। সেটি নিয়ে আবার গুলিও করল আরেক শিশুকে। সেই  শিশু অবশ্য প্রাণে বেঁচে গেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে।

কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে— উত্তর বিহারের সুপল জেলার সেন্ট জোয়ান বোর্ডিং স্কুলের এক শিশু ব্যাগে আগ্নেয়াস্ত্র লুকিয়ে স্কুলে এসেছিল। নার্সারির ওই শিশুর বয়স মাত্র পাঁচ। স্কুলে গিয়ে খেলার ছলে বন্দুক বার করে বছর দশেকের আর এক ছাত্রকে গুলি করে বসে সে। ছেলেটির হাতে গুলি লেগেছে।  

আহত ছেলেটি একই স্কুলের ক্লাস থ্রিয়ের ছাত্র। এখনও হাসপাতালে চিকিৎসাধীন সে। ওই ছাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ক্লাসে যাওয়ার সময় তার দিকে আচমকা বন্দুক বের করে গুলি চালানো হয়। আহত ছেলেটি এ-ও জানিয়েছে, ঘটনার দিন দু’জনের মধ্যে কোনো ঝগড়া হয়নি। খেলার ছলেই তাকে হঠাৎ গুলি করে বসে ওই শিশু।

এদিকে এ ঘটনায় ওই স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুদের নিরাপত্তায় কী ভাবে এ রকম অবহেলা ঘটল, তা নিয়েও কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকেই আতঙ্কিত অভিভাবকেরা। স্কুল ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছেন তারা।  

নার্সারির যে ছাত্র কাণ্ডটি ঘটিয়েছে, তার ও তার অভিভাবকের খোঁজ চলছে। 

 

একুশে সংবাদ/এনএস

Link copied!