নেপালে সম্প্রতি ভারী বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধসের ফলে দুটি যাত্রীবাহী বাস ত্রিশূলি নদীতে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ হন। ঘটনার তিন দিন পার হলেও এখনও ৫৫ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সোমবার রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন একজন সিনিয়র নেপালি পুলিশ কর্মকর্তা। দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত চিতওয়ান জেলায়।
চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, বাস দুটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ভূমিধস হলে তারা রাস্তা থেকে ছিটকে নিচের ত্রিশূলি নদীতে পড়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাস দুটিতে মোট ৬৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে চালকরাও অন্তর্ভুক্ত। দুর্ঘটনার দিন থেকেই উদ্ধারকারী দল উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে। তবে সব রকম চেষ্টা সত্ত্বেও এখনও পর্যন্ত ৫৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/বা.প্র/হা.কা
আপনার মতামত লিখুন :