AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টিতে বিপর্যস্ত ভারতে ভেঙে পড়ল ৩ সেতু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৪৪ পিএম, ৪ জুলাই, ২০২৪
বৃষ্টিতে বিপর্যস্ত ভারতে ভেঙে পড়ল ৩ সেতু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে আরও ৩টি সেতু ভেঙে পড়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত এই রাজ্যে একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটছে। মূলত এ নিয়ে গত ১৫ দিনের মধ্যে রাজ্যটিতে মোট ৯টি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটল।

বৃহস্পতিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিহারে বুধবার অন্তত আরও তিনটি সেতু বা কজওয়ে ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ ৩০ থেকে ৮০ বছর আগে এই তিনটি কাঠামো তৈরি করেছিল। অবশ্য সিওয়ান ও সারান জেলায় বুধবার সেতু ভেঙে পড়ার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ডব্লিউআরডি’র অতিরিক্ত মুখ্য সচিব চৈতন্য প্রসাদ এক বিবৃতিতে বলেছেন, ‘বুধবার সিওয়ান এবং সারানে যে সেতু/কজওয়েগুলো ভেঙে পড়েছে তার কিছু অংশ খুব পুরোনো। এসব কাঠামো প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে বলে মনে হয় না। এছাড়া সেতুগুলোর ভিত্তিও যথেষ্ট গভীর ছিল না বলে মনে হচ্ছে, কারণ বন্যার সময় এই কাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।’

এনডিটিভি বলছে, প্রথমে সিওয়ান জেলার দেওরিয়া ব্লকে গণ্ডকী নদীর ওপর নির্মিত ছোট সেতুর একটি অংশ ভোর ৫টা নাগাদ ভেঙে পড়ে। ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার মুকেশ কুমার বলেন, ‘দেওরিয়া ব্লকের সেতুর একটি অংশ আজ সকালে ভেঙে পড়েছে। এর কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।’

অন্যদিকে সারানের জেলা ম্যাজিস্ট্রেট আমান সামির জানিয়েছেন, সারানে আরও দুটি ছোট সেতু ভেঙে পড়েছে। তিনি বলেন, ‘জনতা বাজার এলাকায় একটি ছোট সেতু ভেঙে পড়েছে, এর বয়স ১০০ বছর। লাহলাদপুর এলাকায় ভেঙে পড়া আরেকটি সেতু ২৫ বছর আগে নির্মিত। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!