গত মঙ্গলবার (২ জুলাই) এক ধর্মীয় উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ১২১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। স্বঘোষিত গুরু বাবা নারায়ণ হরির সৎসঙ্গ অনুষ্ঠানে এমন মর্মান্তিক ঘটনার পর তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকে নারায়ণ হরিকে নিয়ে একের পর এক তথ্য আসছে।
এনডিটিভি বলছে, বাবা নারায়ণের প্রকৃত নাম হচ্ছে সুরাজ পাল, তিনি সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা নামে ভক্তদের কাছে বেশি পরিচিত। তাকে ২৩ বছর আগে আগ্রাতে পুলিশ গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মৃত এক শিশুকে জীবিত করার দাবি করেছিলেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২৩ বছর আগের ওই ঘটনার এফআইআর-এর বিস্তারিত তথ্য তাদের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে, ২০০০ সালে সুরাজ যখন আগ্রায় বসবাস করতেন তখন তার বিরুদ্ধে ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিসের অধীনে অভিযুক্ত করা হয়। সেইসময় সুরাজকে তার ছয়জন অনুসারীসহ গ্রেপ্তার করা হয়।
এরপর শিশুটির লাশ দাফনের জন্য আগ্রার মাল্লা কা ছাবোতারায় নিয়ে যাওয়া হয়। তবে অনুসারীরা দাবি করেছিলেন, মৃত শিশুটির জীবন ফিরিয়ে দেবেন সুরাজ। এনিয়ে সেখানে হট্টগোল শুরু হলে পুলিশ দ্রুত ছুটে যায় এবং লাঠিচার্জ শুরু করে। এরপর সুরাজ পাল ও তার ছয় ভক্তকে গ্রেপ্তার করা হয়। তবে প্রমাণে অভাবে তারা ছাড়া পান।
এদিকে হাথরাসে পদচাপা ঘটনার পর থেকে ভোলে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভোলে বাবাকে ধরতে তার আশ্রমে অভিযান চালানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ