দুই বছর আগে মারামারি করে এক ব্যক্তিকে হত্যার দায়ে ইরানে এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় আরভিন নাথানিয়াল গাহরামানি নামের এই যুবকের বয়স ছিল ১৮ বছর।
অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, এই ইহুদি যুবকের বাড়ি দক্ষিণপূর্বাঞ্চলের শহর কারমানশাহতে। ১৮ মে শনিবার তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। তবে তার পরিবারকে জানানো হয়েছে মৃত্যুদণ্ডটি আগামী সোমবার কার্যকর করা হবে।
এই যুবকের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত হত্যা’ সংঘটিত করার অভিযোগ ওঠে এবং পরবর্তীতে এটি প্রমাণিত হয়।
তবে ইরানের সরকারবিরোধী সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, এই ইহুদি যুবক ছুরি হামলার শিকার হয়েছিলেন। তখন তিনি নিজেকে বাঁচাতে এই হত্যাকাণ্ড ঘটান।
হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবার যদি তাকে ক্ষমা করে দেয়, শুধু তাহলে এই ইহুদি যুবক এখন বেঁচে যেতে পারেন। তবে এখন পর্যন্ত এই হত্যাকারীকে ক্ষমা করার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়েছে হত্যার শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক শাসন কায়েম করা হয়। ওই বিপ্লবের আগে ইরানে ১ লাখ ইহুদির বসবাস ছিল। ২০১৬ সালে চালানো সর্বশেষ আদম শুমারির তথ্য অনুযায়ী, ইরানে ইহুদির সংখ্যা ১০ হাজারেরও নিচে নেমে এসেছে। বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি ইহুদি বসবাস করেন ইসরায়েলে।
একুশে সংবাদ/ঢা.পো./ এসএডি
আপনার মতামত লিখুন :