AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরাকে টিকটক তারকাকে গুলি করে হত্যা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:২৭ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪
ইরাকে টিকটক তারকাকে গুলি করে হত্যা

ইরাকে ওম ফাহাদ নামে এক টিকটক তারকাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত এক বন্দুকধারী। বাগদাদে নিজ বাড়ির বাইরে তাকে গুলি করা হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ওম ফাহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত।

নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, শুক্রবার জায়উনা জেলায় নিজ বাড়ির বাইরে গাড়িতে বসা ছিলেন ফাহাদ। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোটরবাইকে করে এসে তাকে গুলি করে।

অন্য একটি নিরাপত্তা সূত্র থেকে জানা যায়, হামলাকারী খাবার ডেলিভারি করার ছদ্মবেশে সেখানে আসে।

ওম ফাহাদ ইরাকি গানের সঙ্গে আঁটসাঁট পোশাক পরে নাচের ভিডিওর জন্য টিকটকে জনপ্রিয় হয়ে ওঠেন। গত বছরের ফেব্রুয়ারিতে, ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতাকে’ ক্ষুণ্ন করে এমন অশালীন বক্তব্য নিয়ে তৈরি করা ভিডিও শেয়ার করার জন্য তাকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

সরকার ২০২৩ সালে সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তু পরিমার্জিত করতে একটি অভিযান শুরু করেছিল। তারা সে সময় জানিয়েছিল, সামাজিক মাধ্যমের কনটেন্টগুলো ইরাকি ‘নৈতিকতা ও ঐতিহ্য’ লংঘন করছে।

টিকটক, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট দেখার জন্য ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি গঠন করেছিল। সে সময় বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারকে আটক করে পুলিশ।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

Link copied!