AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবাসীদের ভোট: সন্ধ্যায় অ্যাপে নিবন্ধন শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৫ পিএম, ১৮ নভেম্বর, ২০২৫

প্রবাসীদের ভোট: সন্ধ্যায় অ্যাপে নিবন্ধন শুরু

প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার জন্য ‘পোস্টালভোটবিডি’ নামের একটি অ্যাপ আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)।  এরপর এতে নাম, ঠিকানা, এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করে তালিতায় নাম ওঠাতে পারবেন প্রবাসীরা।

সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক ।

মো. আশাদুল হক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘Postal Vote BD’ নামক মোবাইল অ্যাপ উদ্বোধন করা হবে।

নিবন্ধনের পর পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য পৃথক ভোটার তালিকা করবে ইসি৷ সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা দেশের ভোটারদের আগেই ব্যালট পেপার নিবন্ধনকৃত ভোটারদের ঠিকানায় ফিরতি খামসহ পাঠিয়ে দেবেন। সেই ভোটার সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হলেই ভোট দিয়ে ব্যালট খামে ভরে নিকটস্থ পোস্টঅফিস বা পোস্টবক্সে জমা দেবেন। এতে ২০ দিনের মতো সময় লাগবে। দেশের ভোটের দিনের আগেই তা রিটার্নিং কর্মকর্তার কাছে চলে আসবে, যা জমা থাকবে সরকারি কোষাগারে। এরপর ভোটের দিন তা গণনা করা হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, এতে ভোটার প্রতি ৭০০ টাকার মতো ব্যয় ধরা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোটের চ্যালেঞ্জ হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। যেহেতু সংশ্লিষ্টরা আগেই ভোট দেবেন, তাই গোপনীয়তা রক্ষা করতে হবে। অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা ব্যবহার না করলে ব্যালট পৌঁছাতে দেরি হতে পারে। এতে ভোট নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, ৫০ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন- এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইসি৷ এজন্য প্রাথমিকভাবে ২০ লাখ ব্যালট পেপার ছাপানো হচ্ছে আর্মি প্রিন্টিং প্রেসে। পরে প্রয়োজন অনুসারে ছাপানো হবে।

একুশে সংবাদ/এসআর

Link copied!