ব্রিটেনে ঢোকার আগে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৫ অভিবাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ফরাসি শহর উইমেরুক্সের কাছে একটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় শতাধিক অভিবাসীকে। পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
অভিবাসীদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি কোস্ট গার্ড।
উপকূলরক্ষী এক মুখপাত্র বলেছেন, আরও মানুষের সন্ধানে সমুদ্রে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছেন কর্মকর্তারা। লা ভয়ক্স ডু নর্ড পত্রিকা জানিয়েছে, মঙ্গলবারের প্রথম দিকে প্রায় ১০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এই অভিযানে অংশ নিয়েছিল তিনটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উদ্ধারকারী নৌকা।
যুদ্ধ এবং দারিদ্র্যতার থেকে মুক্তির আশায় সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে পালিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছেন কয়েক হাজার অভিবাসী। চ্যানেলটি বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে একটি। এর শক্তিশালী স্রোত ছোট নৌকাগুলোর জন্য এই চ্যানেল পাড়ি দেওয়া বিপজ্জনক করে তোলে।
একুশে সংবাদ/বা.ট্রি/ এসএডি