AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১৩


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫৭ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪
রুশ হামলায় ইউক্রেনে নিহত ১৩

রাশিয়ার হামলায় ইউক্রেনের উত্তরের শহর চেরনিহিভের ক্ষতিগ্রস্ত ভবন

ইউক্রেনের উত্তরের শহর চেরনিহিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ বাসিন্দা নিহত ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বুধবার (১৭ এপ্রিল) এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেছেন, হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় একটি চারতলা ভবন, একটি হাসপাতাল, একটি শিক্ষামূলক স্থাপনা ও একাধিক প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ চাউস দাবি করেছেন, রাশিয়া তিনটি ইস্কান্দার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

আহতদের শহরের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। আঞ্চলিক হাসপাতালের প্রধান স্থানীয়দের রক্তদানের আহ্বান জানিয়েছেন।

চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র ওলেক্সান্ডার লোমাকো বলেছেন, বুধবার স্থানীয় সময় রাত ৯টার পর তিনটি বিস্ফোরণে শহরে ব্যস্ত অংশকে ছিন্নভিন্ন করে দিয়েছে। একটি বহুতল ভবন বিধ্বস্ত হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মিত্রদের কাছ থেকে সমর্থন চেয়েছেন।

তিনি বলেছেন, ইউক্রেনের কাছে আকাশ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম থাকলে এই হতাহতের ঘটনা ঘটতো না। এমনকি রাশিয়ার ত্রাস মোকাবিলায় বিশ্বের যদি দৃঢ়তা পর্যাপ্ত থাকতো তাহলেও ঘটতো না।

একুশে সংবাদ/বা.ট্রি/ এসএডি

Link copied!