ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, বিদ্যালয় চত্বরে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা ভারপ্রাপ্ত আমীর বাবুল আহম্মেদ, অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, পৌর বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মোকাদ্দেস হায়াত মিলন, কোষা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।
পরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত শিক্ষা মেলার ১০টি বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে