এই প্রথম প্রত্যেক্ষ ভোটে বাংলাদেশ রিফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস এসোসিয়েশন (ব্রামা) নির্বাচন ২০২৫ - ২৭ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সারা বাংলাদেশ থেকে ভোটাররা ভোট প্রয়োগ করেন। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় নেয়া হয়েছে সকল ধরনের পদক্ষেপ জানিয়েছেন এই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে সকল পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রার্থীদের।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কাম - কমিউনিটি সেন্টারে এই নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচন সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। মোট ভোটার সংখ্যা ৩৫৭ জন। দুটি প্যানেলে ১৭ জন করে ৩৪ জন ও স্বতন্ত্র প্রার্থী ১ জন সহ মোট ৩৫ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র সভাপতি প্রার্থী জনাব আবুল হাসনাত সৈয়দ ওয়াহিদ।
প্রেসিডেন্ট প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোঃ জহিরুল হক খান, মোঃ মাঈন উদ্দিন, ডাইরেক্টর প্রার্থী মোঃ শামসুদ্দীন বাবুল, আলহাজ্ব এরশাদ হায়দার, সফি উদ্দিন, মোঃ কামরুজ্জামান খান, মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া এমবিএ, মোঃ ফারুক হোসেন, আব্দুল গাফফার বকশী, হাজী জিয়াউল হক ভূঁইয়া এম.এ, মোঃ মাহবুবুর রহমান, ইমারত মোল্যা, মোঃ সেলিম, সাদমান সাকিব দেওয়ান, ডাইরেক্টর প্রার্থী (সহযোগী) মিসেস আরিফা খাতুন, মোঃ আমিনুল হক বাবুল।
প্রেসিডেন্ট প্রার্থী আকরাম হোসেন (ববি), ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান সিকদার, জনাব আব্দুর রশিদ, ডাইরেক্টর প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মান্নান, আজহার মাহমুদ পিন্টু, মোঃ নুরুল হক, মোঃ অলোক ইসলাম, আজমান আরিফ রহমান, মোঃ রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কাজী লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার মোঃ বাহার উদ্দিন, মারুফ আহমেদ ম্যাগলিন, ইকবাল হোসেন (আরাফাত), মোঃ সোলায়মান খান মাসুম, মোঃ ইকবাল হোসেন, ডাইরেক্টর অ্যাসোসিয়েট সাহেলাল সিদ্দিকী, কাজী শরিফুল ইসলাম (রাশেদ)।
নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। আমি জয়ী হলে নির্বাচনী ইশতেহারে দেয়া সকল কাজ সমাপ্ত করব। আমরা প্রার্থী সবাই ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই এসোসিয়েশনের উন্নয়নে কাজ করব। উন্নয়ন ছাড়া বিকল্প কোনো পথ প্রার্থীদের নেই।
এছাড়াও তিনি বলেন, অনেক ভোটার ভোট দিতে পারছে না। বিগত কমিটি কোন নিয়ম না মেনেই অনেকের সদস্য পদ স্থগিত করেছে, যেটা অন্যায়। আমাদের এসোসিয়েশনের জন্য একটি এম্বুলেন্স প্রয়োজন। জয়ী হলে এই দুটি কাজ দিয়ে আমরা যাত্রা শুরু করব।
সভাপতি প্রার্থী আকরাম হোসেন (ববি) বলেন, সুন্দর ও সুষ্ঠ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা বাংলাদেশ থেকে ভোটাররা ভোট দিতে আসছে। ভালো লাগছে, মিলন মেলায় পরিনত হয়েছে পুরো নির্বাচনী এলাকা। জয়ী হলে এসোসিয়েশনের উন্নয়নে, সকলকে নিয়ে পদক্ষেপ নেব। আমরা প্রার্থীরা একে অপরের আপনজন।
এছাড়াও একাধিক প্রার্থী বলেন, সকল ব্যবসায়ী ভাইদের সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। আনন্দ উল্লাসে, ব্যানার-পোস্টারে ছেয়ে পুরো নির্বাচনী এলাকা। যেই জয়ী হবো, সকলকে নিয়েই এগিয়ে যাবো।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী, আমাদের খুবই কাছের মানুষ। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই `ব্রামা`র উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। `ব্রামা`র সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
আজকের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন বলেন, এই প্রথম প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই সবার মাঝেই আনন্দ বিরাজমান। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার শেখ শামসুল আরফীন, বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও এই নির্বাচন আপিল বোর্ডের সদস্য চৌধুরী সামিয়া ইয়াসমীন, বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও এই নির্বাচনের পর্যবেক্ষক মোঃ আলমগীর কবির, বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও এই নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসার ফজলে ওয়াহিদ এবং বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও এই নির্বাচনের পর্যবেক্ষক মোঃ সৈকত ইসলাম সহ অনেকেই।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

