AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুরস্কে ৩৩ ইসরায়েলি গুপ্তচর আটক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪৫ পিএম, ২ জানুয়ারি, ২০২৪
তুরস্কে ৩৩ ইসরায়েলি গুপ্তচর আটক

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও হামাস সদস্যদের হামলা পরিকল্পনার ৩৩ জনকে আটক করেছে তুরস্ক।

মঙ্গলবার (২ জানুয়ারি) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়ার বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (MIT) এবং ইস্তাম্বুল প্রসিকিউটর অফিসের কাউন্টার টেররিজম ব্যুরো দেশটিতে বিদেশী নাগরিকদের হামলা, অপহরণ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এদের গ্রেপ্তার করে। আঙ্কারা পুলিশ অপারেশন মোল নামে একটি অভিযানে সারা দেশের আটটি প্রদেশ থেকে এ সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মূলত তুরস্কে হামাস সদস্যদের হামলা করাই ছিল এ গুপ্তচরদের প্রধান লক্ষ। জানা যায়, ৩৩ জন আটকের পর আরও ১৩ সন্দেহভাজন পলাতককে খুঁজছে পুলিশ। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

আনাদোলুর খবরে বলা হয়েছে, পুলিশ একসঙ্গে আটটি প্রদেশের ৫৭টি স্থানে অভিযান চালায়। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় যে সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু করেছে সেটির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

কোনও সূত্র উদ্ধৃত না করে আনাদোলু বলেছে, আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনরা তুরস্কে বসবাসরত বিদেশি নাগরিকদের চিহ্নিত, নজরদারি, হামলা ও অপহরণের ষড়যন্ত্র করছে।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইস্তাম্বুলের বাইরের একটি কনসালটিং কোম্পানির পরিচয়ে সন্দেহভাজনরা তুরস্কে বসবাসরত ফিলিস্তিনিদের তথ্য দিয়েছে মোসাদকে। বিনিময়ে তারা অর্থ গ্রহণ করেছে।

এই অভিযোগের বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া জানা যায়নি।

 

একুশে সংবাদ/ন.প্র/জাহা

Link copied!