গাজায় জাতিসংঘের উন্নয়ন সংস্থার একটি কার্যালয়ে রাতভর হামলা চালানো হয়েছে। তবে এই কার্যালয়ে কে বা কারা হামলা করেছে, জানা যায়নি।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরিচালক আচিম স্টেইনার সামাজিক মাধ্যমে এক্সে (পূর্বের টুইটার) এ তথ্য জানান।
তিনি বলেন, গাজায় জাতিসংঘের উন্নয়ন সংস্থার একটি কার্যালয়ে শনিবার (১১ নভেম্বর) রাতভর হামলা চালানো হয়েছে।
যদিও গাজায় গত ৭ অক্টোবরের পর থেকেই অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আচিম স্টেইনার আরও বলেন, বেসামরিক নাগরিক, বেসামরিক অবকাঠামো এবং জাতিসংঘের কার্যালয়গুলো সর্বদা সুরক্ষিত থাকতে হবে।
গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় প্রায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হন এবং হামাস সদস্যরা ২৪০ জনের বেশি ইসরায়েলিকে বন্দি করে নিয়ে যায়। এরপর থেকে চলমান যুদ্ধে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি শিশু।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :