AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন ঘিরে বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪৬ পিএম, ২ নভেম্বর, ২০২৩
নির্বাচন ঘিরে বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনকে ঘিরে জাতিসংঘ কোনও হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বুধবার (২ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক এ কথা জানান। সংস্থাটির ওয়েবসাইটে সেসব উল্লেখ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মিস্টার বারাদা নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে হয়রানি ও কারাবন্দি করে সাধারণ নির্বাচন করলে সেটা অবাধ ও সুষ্ঠু বলে বিবেচিত হবে না। এ বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

গতকাল মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কী সংস্থার এই সদস্য রাষ্ট্রের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে দেখছেন?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান খুব স্পষ্টভাবে বলে দিয়েছি আমরা।

তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের আগে কোনও হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চাই না। এসবের বিরুদ্ধে কথা বলেছি আমরা।

একুশে সংবাদ/এসআর

Link copied!