AB Bank
ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত

ইসলায়েলে নিহত ৭০০, ফিলিস্তিনের ৪ শতাধিক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২৭ পিএম, ৯ অক্টোবর, ২০২৩
ইসলায়েলে নিহত ৭০০, ফিলিস্তিনের ৪ শতাধিক

গত শনিবার ইসরায়েলে হামলা শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলও। এখন পর্যন্ত দুই পক্ষের সংঘাতে ১ হাজার ১০০ এর বেশি মানুষ নিহত হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, হামাসের হামলায় প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ৪ শতাধিক ফিলিস্তিনি।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার কারণে ১ লাখ ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রধান শহরগুলোতে হামাস যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর এক কমান্ডার আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামাসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এমন পরিস্থিতিতে গাজা উপত্যকার কাছে ১ লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। আর ইসরায়েলকে সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে আমেরিকা। এসব যুদ্ধ সরঞ্জাম ইসরায়েলের খুব কাছাকাছি রয়েছে বলে জানা গেছে।

এদিকে ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত ইস্যুতে রোববার জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানানো হয়। তবে সদস্যরা সমঝোতায় পৌঁছাতে না পারায় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতে পারেনি নিরাপত্তা পরিষদ।  

একুশে সংবাদ/এসআর

Link copied!