AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা সৌদির


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০৭ পিএম, ৮ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা সৌদির

বিদ্যমান ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিয়েরেছন সৌদি আরব। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। কোনো অবস্থাতেই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকরা যাতে ইসরাইলের লক্ষ্যবস্তু না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে বলেন তিনি।


 

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি যেন আরও সহিংস না হয়ে ওঠে, সে জন্য উদ্যোগ নেয়ার ওপর জোর দেন ফয়সাল বিন ফারহান। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, রিয়াদ ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায়।


এর আগে, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতি শান্ত করার জন্য তারা সৌদি আরব ও জর্ডানের সঙ্গে আলোচনা করেছে।


শনিবার ( ৭ অক্টোবর) ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। এছাড়াও হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরাইল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়ায় ইসরাইলি সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সর্বশেষ তথ্যানুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত ৩০০ ইসরাইলি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দেড় হাজার, যার মধ্যে অন্তত ২৭০ জনের অবস্থা আশঙ্কাজনক। এর জবাবে গাজা উপত্যকায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল সেনারা। 


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় গাজায় কমপক্ষে ২৩২ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ হামলায় আহত হয়েছেন ১ হাজার ৬৯৭ জন, যার বেশিরভাগের অবস্থাই গুরুতর।

 

একুশে সংবাদ/স.টি/না.স

Link copied!