জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে সরকার পক্ষ থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বক্তব্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার (ফারিয়ার) বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, “ওনার বিরুদ্ধে তদন্ত চলছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে তাকে ছেড়ে দেওয়া যায় না। যদি ছেড়ে দেওয়া হতো, তখন আপনারাই বলতেন কেন ছেড়ে দেওয়া হলো।”
বিদেশযাত্রার নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও কেন তাকে বিমানবন্দর থেকে আটক করা হলো—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিদেশযাত্রা সংক্রান্ত একটি নির্দিষ্ট পলিসি আছে। কেউ যদি সেই পলিসির আওতায় পড়ে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
জুলাইয়ের গণহত্যা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “আমরা নির্দেশনা দিয়েছি যেন প্রকৃত অপরাধীরাই গ্রেপ্তার হয়, এবং কোনো নিরীহ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির শিকার না হয়।”
অন্যদিকে, সকালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে ফেসবুকে মন্তব্য করলে সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওটা যার যার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা তো সবার আছে।”
তিনি সবাইকে অনুরোধ করে বলেন, “অযৌক্তিক দাবিতে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করা উচিত নয়।”
উল্লেখ্য, গতকাল রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
একুশে সংবাদ/ই.ফ/এ.জে