AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৪ এএম, ১৯ মে, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত

গাজার অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের দখলদার বাহিনী আবারও ব্যাপক হামলা চালিয়েছে। এতে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন ফিলিস্তিনি। রোববার (১৮ মে) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো হামলায় উত্তর ও দক্ষিণ গাজা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত ৬৯ জন মারা গেছেন গাজার উত্তরের বিভিন্ন এলাকায়, যেখানে ইসরায়েল সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে।

স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, দক্ষিণ গাজার আল-মাওয়াসির এলাকায় একটি আশ্রয়কেন্দ্রেও ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার সময় আশ্রয়কেন্দ্রটিতে থাকা মানুষজন ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেখানকার অধিকাংশ মানুষ বিভিন্ন অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছিলেন। এই হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ প্রাণ হারান।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, “অপারেশন গিডিয়ন চ্যারট”-এর অংশ হিসেবে তারা গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে। এই অভিযানে স্যান্ডিং এবং রিজার্ভ বাহিনী অংশ নিচ্ছে।

আইডিএফ আরও দাবি করেছে, গত এক সপ্তাহে বিমান হামলায় তারা হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে সুড়ঙ্গপথ, ট্যাংকবিধ্বংসী অবস্থান ও হামাসের বিভিন্ন সেল।

তারা জানিয়েছে, এখন পর্যন্ত বেশ কয়েকজন হামাস যোদ্ধা নিহত এবং গাজার একাধিক ‘গুরুত্বপূর্ণ’ এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য খাতের দুরবস্থা এবং লাগাতার হামলার কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 


একুশে সংবাদ/ চ.ট/এ.জে
 

Link copied!