ক্যারিবীয় অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ জন। নিহতদের মধ্যে শিশুটির বয়স চার মাস।
স্থানীয় সময় গত সোমবার (১৪ আগস্ট) দেশটির সান ক্রিস্টোবাল শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরপর বুধবার (১৬ আগস্ট) মৃতের সংখ্যা ১১ জন থেকে বেড়ে ২৫ জনে পৌঁছায়। এছাড়া জীবিতদের সন্ধানে উদ্ধার কর্যক্রম এখনও অব্যাহত রয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোমবার সান ক্রিস্টোবাল শহরের বাণিজ্যিক এলাকায় কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। অবশ্য বিস্ফোরণের বেশ কয়েক ঘণ্টা পরও ঘটনাস্থলে ধোঁয়া এবং আগুন জ্বলতে দেখা যায়।
এদিকে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট লুইস আবিনাদার। মঙ্গলবার তিনি বলেছেন, নিখোঁজদের শনাক্ত করার জন্য আমরা মানবিকভাবে যা সম্ভব তা করছি। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে কয়েক ডজন লোক আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিস্ফোরণের পর যে নয়টি ভবনে আগুন লেগে যায়, তার মধ্যে চারটিতে শতাধিক দমকলকর্মী এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন। ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে হার্ডওয়্যারের দোকান, ভেটেরিনারি ক্লিনিক এবং প্লাস্টিক কারখানাও রয়েছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :