AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বজুড়ে রেকর্ড ১১ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত: জাতিসংঘ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৫ পিএম, ১৪ জুন, ২০২৩
বিশ্বজুড়ে রেকর্ড ১১ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত: জাতিসংঘ

জাতিগত নিধন, যুদ্ধ ও সহিংসতার শিকার হয়ে বিশ্বজুড়ে গত বছর সর্বোচ্চ সংখ্যক ১১ কোটি মানুষ বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে।

 

বুধবার (১৪ জুন) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

 

‘গ্লোবাল ট্রেন্ডস ইন ফোর্সড ডিসপ্লেসমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, আফগানিস্তানে তালেবান দখল এবং সুদানের গৃহযুদ্ধের কারণে পালানো মানুষ শরণার্থীর মোট সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এদের বড় অংশ বিদেশে আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে। যারা নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত, তাদের সংখ্যাও নজিরবিহীন।

 

জাতিসংঘের হিসাবে, গত বছরের শেষ নাগাদ ১০ কোটি ৮৪ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। ২০২১ সালের তুলনায় এ সংখ্যা ১ কোটি ৯১ লাখ বেশি। এরপর সুদানে সংঘাত শুরুর পর মে মাস পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১ কোটিতে।

 

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, ‘সংঘাত, নিপীড়ন, দ্বন্দ্ব ও বৈষম্যের কারণে মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটি বিশ্ব পরিস্থিতির নিন্দনীয় অবস্থা। ’

 

বিশ্বে ২০২২ সালে ৩ কোটি ৫৩ লাখ লোক নিজ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। এছাড়া ৬ কোটি ২৫ লাখ আভ্যন্তরীণভাভে বাস্তুচ্যুত হয়েছে। ফিলিপ্পো গ্রান্ডির আশংকা, এ সংখ্যা আরো বাড়তে পারে।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!