AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন, বিরোধীদের বয়কট


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৭ এএম, ২৮ মে, ২০২৩
ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন, বিরোধীদের বয়কট

ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন দেশটিরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে একই দিনে দেশে এই ভবনের ছবি সম্বলিত বিশেষ কয়েন চালু হয়েছে। তবে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছেন বিরোধীরা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

নতুন সংসদ ভবন উদ্বোধন করতে রোববার (২৮ মে) সকাল সোয়া ৭টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার ওম বিড়লা এসময়ে উপস্থিত ছিলেন।

modi.jpg

প্রতিবেদনে বলা হয়, সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে দেশটির বিরোধী দলগুলো। এরই মধ্যে ভারতের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ ভবন উদ্বোধনের জন্য তারা ৭৫ রুপি মূল্যের একটি বিশেষ মুদ্রা চালু করতে যাচ্ছে। এই বিশেষ মুদ্রার ওজন ৩৫ গ্রাম।

 

এই মুদ্রাটি ৫০ শতাংশ রূপা, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ জিঙ্ক দিয়ে তৈরি। ৪৪ মিমি ব্যাসের মুদ্রার একপাশে অশোক স্তম্ভ চিহ্ন থাকবে। নীচে লেখা হবে ‍‍`সত্যমেব জয়তে‍‍`। অশোক স্তম্ভের বাম দিকে দেবনাগরী লিপিতে ‍‍`ভারত‍‍` এবং ডানদিকে ইংরেজিতে ‍‍`ইন্ডিয়া‍‍` থাকবে।

 

নতুন ৭৫ রুপির কয়েনে ‍‍`রুপি‍‍` চিহ্নও থাকবে, যা ভারতীয় মুদ্রার প্রতীক। মুদ্রার অপর পাশে থাকবে নতুন সংসদ ভবনের ছবি। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, দেবনাগরিতে ছবির উপরে ‍‍`সংসদ সংকুল‍‍` এবং নীচে ইংরেজিতে ‍‍`পার্লামেন্ট কমপ্লেক্স‍‍` লেখা হবে।

 

প্রায় ৬০ হাজার শ্রমিক সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবন নির্মাণের জন্য দুই বছরের কঠোর পরিশ্রম সম্পন্ন করেছেন, যা এখন ব্যবহারের জন্য প্রস্তুত। কিন্তু তার আগেই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দেশে বিতর্কের সৃষ্টি হয়েছে।

 

তৃণমূল, আম আদমি পার্টি, কংগ্রেস, বাম, সমাজবাদী পার্টিসহ ২০টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। ক্ষমতাসীন দলটিও বিরোধী দলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে। ক্ষমতাসীন বিজেপি উদ্বোধন বয়কটের সিদ্ধান্তকে "দেশের গণতান্ত্রিক নীতি এবং সাংবিধানিক মূল্যবোধের অপমান" বলে অভিহিত করেছে।

 

একুশে সংবাদ/জ/এসএপি

Link copied!