পাঁচ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে তার মা। এরপর শিশুটির শরীরের বিভিন্ন অঙ্গ চাকু দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়। পরে সেগুলো রান্না করে খায় শিশুটির মা। স্থানীয় মিডিয়ার খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। খবর আল আরাবিয়া।
২৯ বছর বয়সী ওই নারীর নাম হানা। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম মাসরাউয়ের খবরে বলা হয়েছে, `শিশুটির কথা তিনি সারাজীবন মনে রাখতে চেয়েছেন` এ জন্য হত্যা করে শিশুটির মাথা বিচ্ছিন্ন করে তার বিভিন্ন অংশ রান্না করা হয়েছে।
এ ঘটনার পর পুলিশ আশ শারকিয়াহ গভর্নরের ফাকুস শহরে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে বালতিতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ পাওয়া যায়। পরে শিশুটির মা হানাকে গ্রেপ্তার করা হয়।
কয়েক বছর আগে থেকেই হানা তার স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন। পুলিশকে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন এ জন্য তার ছেলে ইউসুফকে হত্যা করেছেন।
এ ঘটনার তদন্ত করা হচ্ছে। মানসিক অসুস্থতার কারণে তাকে চিকিৎসা প্রদান করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
একুশে সংবাদ/য/এসএপি
আপনার মতামত লিখুন :