AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ



সাটুরিয়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার কান্দাপাড়া ভাসিয়ালি ডিআর থেকে হরগজ ইউনিয়ন হয়ে তিল্লি ও শিমুলিয়া পর্যন্ত প্রায় ৪ হাজার ৭২০ মিটার দীর্ঘ সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় ওয়েট মিক্স ম্যাকডাম (ডব্লিউএমএম) স্তরে ভালো মানের খোয়ার সঙ্গে ১০–১৫ শতাংশ বালু মিশিয়ে কম্পেকশন করার কথা থাকলেও বাস্তবে কাদামাটি ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা জানিয়েছেন, হরগজ মোড় থেকে শিমুলিয়াগামী রাস্তায় বিল্লাল ফকিরের বাড়ির সামনে কাদামাটি ও নিম্নমানের খোয়া দিয়ে ডব্লিউএমএম স্তর প্রস্তুত করা হচ্ছে। রাস্তার দুই পাশে সোল্ডার না থাকায় কাজের স্থায়িত্ব ও গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রকল্পের উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম বলেন, “এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। অভিযোগগুলো আমলে নেওয়া হচ্ছে।”

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী ইমরুল হাসান বলেন, “শিডিউল অনুযায়ী কাজ করতে হবে। খারাপ ইট বা উপকরণ নজরে এলে তা ফেরত পাঠানো হয়।”

এ বিষয়ে এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, “নিয়ম অনুযায়ী কাজ না হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Shwapno
Link copied!