নড়াইলের লোহাগড়া উপজেলায় বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালমান খন্দকার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের বাসিন্দা এবং খাজা খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সালমান তার কয়েকজন বন্ধুর সঙ্গে রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। রাত ১১টার দিকে বাড়ি ফিরে কিছু সময় থাকার পর আবার বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি, ফোনটি বন্ধ পাওয়া যায়।
শুক্রবার সকালে স্থানীয়রা কাউলিডাঙ্গা বিলে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নিকট আত্মীয়রা তা সালমান খন্দকারের বলে শনাক্ত করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে