করোনা ভাইরাসের টিকাদানের লক্ষে বিভিন্ন শহরে ভ্যাকসিন সরবরাহ শুরু করেছে ভারত। আজ সকালে পুনে থেকে দিল্লিসহ আরও ১২ টি শহরে করোনার টিকা পৌঁছেছে। এরমধ্যে পশ্চিমবঙ্গের কলকাতায়ও পৌঁছেছে কোভিশিল্ড টিকা। রাজ্যে প্রথম দফায় সাত লাখ ডোজ টিকা এসেছে।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে ইনসুলেটেড ভ্যান। ইনসুলেটেড ভ্যানে করেই বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই বিভিন্ন জেলায় টিকা সরবরাহ করা হবে।
১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। প্রথমে চিকিৎসক এবং সব স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তারপরে টিকা দেওয়া হবে পুলিশ সদস্যদের।
একুশে সংবাদ/যু/এআরএম
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
