AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যাপ ইনস্টলের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১:২৫ এএম, ১৪ এপ্রিল, ২০২৩

অ্যাপ ইনস্টলের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

একটি স্মার্টফোন হাতে থাকা মানে বিশ্ব তার মুঠোয়। এর মাধ্যমে মুহূর্তের মধ্যেই সারা বিশ্বের খবরাখবর নেওয়া যায়। এত কিছু সুবিধার পরও কিছু ভুল বা অসচেতনতা মারাত্মক বিপদে ফেলতে পারে স্মার্টফোন ব্যবহারকারীকে।

 

আমাদের বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলা, সোশ্যাল মিডিয়া, বিনোদন এবং কাজের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার মতো অনেক কাজের জন্য স্মার্টফোন জরুরি। আর এটি হাতে থাকলে অজানাকে জানার ইচ্ছে তো হয়ই। বিশেষ করে ফটো এডিটিং অ্যাপ কিংবা মেকআপ কেনার অ্যাপ, বা ধরুন ওটিটি, আমরা গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে থাকি।

 

কিন্তু অ্যাপ ডাউনলোড করার সময় আমাদের কিছু বিষয় এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। অ্যাপ ফোনে ডাউনলোড করার সময় সেই অ্যাপকে বিশেষ কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, যার জন্য মারাত্মক কোনো বিপদ হয়ে যেতে পারে। অ্যাপ ইনস্টলের সময় কি কি ব্যাপারে পারমিশন দিচ্ছেন, তা নিয়ে সতর্ক থাকুন। ফোনে কোনো অ্যাপ ইনস্টল করার সময় সেখানে অনেক ধরনের পারমিশন চাওয়া হয়। মানে আপনি সেই অ্যাপটিকে ফোনের সব কিছুর অ্যাক্সেস দিচ্ছেন। তাই হ্যাঁ বলার আগে ভালো করে জেনে নিন।

 

থার্ড পার্টি থেকে অ্যাপ ডাউনলোড অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রযোজ্য। কারণ অ্যাপল ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ স্টোর বা ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল করার অনুমতি দেয় না। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের যেকোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপ থেকে এপিকে ফাইল ডাউনলোড করে ফোনে ইনস্টল করার সুযোগ দেয়। এটা বিপজ্জনক হতে পারে এবং এর মধ্যে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার থাকতে পারে যা ফোনের ক্ষতি করতে পারে এবং ব্যক্তিগত তথ্যও চুরি করতে পারে।

 

অনেক সময় ফোনে একটি কাজের জন্য একাধিক অ্যাপ থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী কেনাকাটা, হোটেল বুকিং, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো বেছে নিন। নইলে ফোন স্লো হতে পারে। ফোনের অ্যাক্টিভিটি ট্র্যাকিং বন্ধ রাখুন। এই বিষয়টি অনেক ব্যবহারকারী জানেন না। খেয়াল করলে দেখবেন আপনি হয়তো কোনো একটি অ্যাপে কিছু সার্চ করছেন। পরে দেখা যায় সেই বিষয়টি আপনার অন্যান্য অ্যাপেও বিজ্ঞাপন দেখাচ্ছে বা কনটেন্ট সাজেস্ট করছে।

 

একুশে সংবাদ.কম/ঢা/সম 

সর্বোচ্চ পঠিত - তথ্য-প্রযুক্তি

Link copied!