AB Bank
ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত সফরে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৪৪ পিএম, ১০ মে, ২০২৪
ভারত সফরে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের পর প্রথমবারের মতো ভারত সফরে গিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। গত বুধবার ভারতে পৌঁছেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

মুসা জমির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেই এ সফরের বিষয়ে লিখেছেন। ‘দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আমি দিল্লি পৌঁছেছি। দুই দেশের সম্পর্ক জোরদারে ফলপ্রসু আলোচনা ও ভারতীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা নেওয়ার জন্য অপেক্ষা করছি।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স পেজেও মুসার সফর সম্পর্কে পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির রাষ্ট্রীয় সফরে দিল্লি এসেছেন। তাঁকে স্বাগত জানাই। আমরা নিশ্চয় দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিষয়গুলোর সমাধান খুঁজে পাব।’

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে ভারতে সফরে গেলেন, যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ক্ষমতায় বসার পরই ভারতীয় সৈন্যদের মালদ্বীপ থেকে তাড়িয়ে দিতে তৎপর হয়ে ওঠেন। তাঁর নির্দেশে ১০ মে–র মধ্যে সকল ভারতীয় সেনাকে প্রত্যাহার করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই সময়সীমা মেনে ইতিমধ্যে সৈন্য প্রত্যাহার করতে শুরুও করেছে ভারত। এমন পরিস্থিতিতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মুসা জমির বলেন, ‘ভারতকে অবমাননা করে মালদ্বীপ আর মন্তব্যের পুনরাবৃত্তি করবে না। এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!