বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত- ২০ ছাত্র-ছাত্রীদের মাঝে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই) স্কিমের মাধ্যমে অর্থ প্রদান করা হয়।
৯ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ৫০০০ টাকা করে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, বিদ্যালয়ের কার্যকরী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদার, দাতাসদস্য আব্দুল লতিফ মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয় সূত্র জানা যায়, বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে যাচাই-বাছাই পূর্বক ১১ ছাত্র ও ৯ ছাত্রীকে মোট ১ লক্ষ টাকা প্রদান করা হয়।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

