AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৯ পিএম, ২৬ অক্টোবর, ২০২৫

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ভাইরাসজনিত এই জ্বরে চারজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রামে ১২১ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৬ জন, রংপুরে ৫০ জন এবং সিলেটে ৮ জন নতুন করে ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ১ হাজার ৫১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৪৪৪ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ভাইরাসজনিত এই রোগে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ও মশার প্রজননস্থল পরিষ্কার না রাখায় সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। তারা জনসচেতনতা বাড়ানো ও স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!