AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২০ পিএম, ২৩ অক্টোবর, ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০৩ জন রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১২ জন, চট্টগ্রামে ৯৭ জন, ঢাকার বাইরের এলাকায় ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০ জন, খুলনায় ৪৯ জন, ময়মনসিংহে ৪৯ জন, রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ১৭ জন এবং সিলেট বিভাগে ১০ জন।

একই সময়ে সারাদেশে ৭৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ২৫৯ জন। এদের মধ্যে ৬০ হাজার ২৬৩ জন ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!