দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন ডেঙ্গু রোগী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০১ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি ৫৪০ জন রাজধানীর বাইরে দেশের বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ২৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। তারা জনসচেতনতা বাড়ানো, ঘরে-বাইরে জমে থাকা পানি অপসারণ ও মশা নিধনে সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ//র.ন