AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গুতে একদিনে ঢাকায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৭ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ডেঙ্গুতে একদিনে ঢাকায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯২ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৪৫ জন রোগী ভর্তি হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৃত্যুবরণ করা চারজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও দুইজন ঢাকা উত্তর সিটির বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৬ জন, চট্টগ্রামে ৯১ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১৬৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৭ জন এবং দক্ষিণ সিটিতে ১১২ জন। খুলনায় ১০১, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৫৪, রংপুরে ১৭ এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৬ হাজার ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫। এর আগের বছর ২০২৩ সালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!