ভোলার চরফ্যাশনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাব (এম.ভি.সি)-এর উদ্যোগে “যুব স্পোর্টস একাডেমি ফুটবল ক্যাম্পিং” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চরফ্যাশন ডাকবাংলো সংলগ্ন এম.ভি.সি’র নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিন মাসব্যাপী এ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়। উপজেলার ১২, ১৩, ১৪ ও ১৭ বছর বয়সী কিশোরদের মধ্য থেকে যাচাই-বাছাই করে মোট ১২০ জন কিশোরকে এই ক্যাম্পিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এম.ভি.সি’র সিনিয়র সহ-সভাপতি মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি.এস.এম ফিদা হাসান।
এছাড়া এম.ভি.সি’র উপদেষ্টা ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধান সম্পাদক মো. ফুয়াদ মিয়া, ইব্রাহিম হাওলাদার, অর্থ সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক রাশেদ, সদস্য শাখাওয়াত হোসেন, জসিম, আওলাদ, জাহান সিকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে যুব সমাজ মাদকাসক্তি ও মোবাইলের অপব্যবহারে বিপথে যাচ্ছে। এখনই তাদের খেলাধুলার সঙ্গে যুক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ সময় তারা এম.ভি.সি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ক্যাম্পিংয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শিশির মাহমুদ। সহযোগী কোচ হিসেবে আছেন আজাদ, সোহেল ও ছোটন দাস।
উল্লেখ্য, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এম.ভি.সি’র সভাপতি, অস্ট্রেলিয়া প্রবাসী মো. সালমান রহমান সোহেল এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়।
একুশে সংবাদ//র.ন