দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন এবং বাকি রোগীরা রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় চিকিৎসাধীন।
চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ২৫২ জন, আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে।
ডেঙ্গু এখন মৌসুমি রোগের সীমা ছাড়িয়ে সারা বছর ধরে হচ্ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুর রহমান। তিনি বলেন, “বর্ষার সময় সংক্রমণ বাড়ে। প্রতিরোধে নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানোর পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি।”
অন্যদিকে কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা বা প্রচার কার্যক্রম যথেষ্ট নয়। তার মতে, “সঠিক জরিপ, দক্ষ জনবল ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণ না করলে ডেঙ্গু মোকাবিলা কঠিন হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, আর মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।
একুশে সংবাদ/এ.জে