ফরিদপুর–৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে এক অভূতপূর্ব রাজনৈতিক সমন্বয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন সংসদ সদস্য প্রার্থী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। জোটভুক্ত দলগুলোর সিদ্ধান্ত অনুযায়ী যাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে—তার পক্ষেই সবাই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
ঐ তিন প্রার্থী হলেন—
মাওলানা মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা
আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস, প্রতীক: রিকশা
আলহাজ্জ মাওলানা ইসহাক চোকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক: হাতপাখা
প্রত্যেকেই নিজ নিজ দলের পক্ষ থেকে ফরিদপুর–৪ আসনে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলার বেপারীবাড়ি মোড়ে খেলাফত মজলিস উপজেলা কার্যালয়ে ৮-দলীয় জোটের লিয়াজোঁ কমিটি গঠন বিষয়ক সভায় তিন প্রার্থী একসঙ্গে অংশ নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মদ জাকির হুসাইন ফরিদী, সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঐক্যঘোষণাকে আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

