AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘‘শীতের কাঁপুনি নিয়ে কাজে দিন মজুরেরা’’


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৪৯ পিএম, ২৩ জানুয়ারি, ২০২১
‘‘শীতের কাঁপুনি নিয়ে কাজে দিন মজুরেরা’’

উত্তরাঞ্চলে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা আবহাওয়ায় বিপন্ন হয়ে পড়েছে জনজীবন। মাঘের শুরুতেই এমন আবহাওয়ায় বিপাকে সৈয়দপুরবাসী।দুপুরের পর একটু সূর্যের দেখা মেলে। দিনের বেশিরভাগ সময়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন।


বিশেষ করে কুয়াশা ও তীব্র শীতে কষ্টে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা।

প্রচণ্ড শীতে খেটে খাওয়া মানুষজনকে জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে। শীতের কাঁপুনি নিয়ে কাজ করতে হচ্ছে দিন মজুরদের।

শহরের নির্মাণ কাজে আসা মধ্যবয়সী আব্দুর রহমান নামের এক নির্মাণ শ্রমিক জানান, কনকনে ঠাণ্ডার কারণে নিয়মিত কাজে যেতে পারছি না। শীত নিবারণের মত গরম কাপড়ের অভাব রয়েছে। ফলে অতিকষ্টে দিন চলছে। অন্যদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে শীতে জুবু-থুবু হয়ে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

তিনি বলেন, উপজেলার শহর ও গ্রাম মিলিয়ে কমপক্ষে ২০ হাজার দুস্থ মানুষ শীতের কবলে পড়ে দুর্ভোগের শিকার হয়েছে। দুস্থ মানুষের মধ্যে দুই ধাপে সরকারিভাবে চার হাজার ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। 

সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবুল হাসনাত সরকার জানান, গোটা উপজেলায় শীতার্ত মানুষের সহায়তার জন্য এ যাবত ৪ হাজার ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদামত শীতবস্ত্র বরাদ্দের জন্য তালিকা জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। বরাদ্দ মিললে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

এদিকে শীতের তীব্রতায় স্থানীয় হাসপাতালে নিউমোনিয়া, হাঁপানি, ব্রংকাইটিস, অ্যাজমা রোগীর সংখ্যা বেড়েই চলছে। 


একুশে সংবাদ/ য/এস

Link copied!