মুক্তির পর থেকেই সিনথিয়া এরিভো এবং অ্যারিয়ানা গ্র্যান্ডে অভিনীত ব্রডওয়ে মিউজিক্যালের সিনেমা অ্যাডাপ্টেশন ‘উইকেড’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। গড়েছে আয়ের রেকর্ড। সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন রেকর্ড।
মোট ৬৩৪.৪ মিলিয়ন ডলার আয় করেছে ‘উইকেড’। এর মধ্যে ৪২৪.২ মিলিয়ন ডলারই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাকিটা আন্তর্জাতিক বাজার থেকে পাওয়া আয়। ছবিটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সর্বাধিক উপার্জনকারী ব্রডওয়ে অ্যাডাপ্টেশন হিসেবে ইতিহাস গড়েছে এটি।
এই আয়ের সুবাদে আরও একটি রেকর্ড নিজের করে নিলো ‘উইকেড’। ছবিটি এখন ‘মাম্মা মিয়া’-কে পেছনে ফেলে বিশ্বব্যাপী সর্বাধিক আয় করা মিউজিক্যাল অ্যাডাপ্টেশন হিসেবে শীর্ষস্থান অধিকার করেছে।
সিনেমাটি এখনও দুর্দান্ত পারফর্ম করছে সিনেমা হলে। সম্প্রতি ৮১টি আন্তর্জাতিক বাজারে আরও ১৩.৭ মিলিয়ন ডলার আয় করেছে।
একুশে সংবাদ//জা.নি//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

