পরিচালক অনন্য মামুন চার বছর আগে নির্মাণ করেছিলেন ‘মেকআপ’ সিনেমাটি। দুই বার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করে। অবশেষে গত ১৭ ডিসেম্বর সিনেমাটি সিনেমা হলে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।এবারও সিনেমা থেকে কিছু অংশ বাদ দিতে বলা হয়। সেই প্রক্রিয়া শেষে জমা দেওয়ার পর ছবিটি সিনেমা হলে মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তবে এমন আনন্দের খবরেও ‘মেকআপ’ নির্মাতা অনন্য মামুনের মন খারাপ।
গণমাধ্যমকে অনন্য মামুন জানান, ‘মেকআপ’ নিয়ে কোনো কথাই বলতে চাননা। শুধু এই সিনেমা নয়, কোনো কাজ নিয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না।তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাকে কোনো খবরের সঙ্গে জড়াবেন না। এই সিনেমার ব্যাপারে কথা বলতে একদমই আগ্রহী নই।’
সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘মাত্র ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এই টুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কিছু ছবি ব্যবহার করা হয়েছিলো, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে।’
এদিকে নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত সিনেমার নায়িকা নিপা আহমেদ রিয়েলি। কারণ, এটি তার প্রথম সিনেমা।সিনেমা নিয়ে রিয়েলি বলেন, ‘ছবিটি আমার প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছি। কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। এই ছবিতে আমার জার্নিটা একবারে অন্যরকম দেখতে পারবেন দর্শক।’
‘মেকআপ’ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। সিনেমায় একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ছবিতে তার নাম শাহবাজ খান। এছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, পায়েল মুখার্জী, বিশ্বজিৎ মুখার্জী প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

