লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবহমান। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতিবছর এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ - এর উদ্যোগ নেয়। তবে ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি। নানা প্রতিকূলতা পেরিয়ে এবার আলোচনা চলছিল উৎসবটি অনুষ্ঠিত হবে বলে। আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে গেল ২৭ অক্টোবর জানানো হয়, আসছে জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসবে ফোকফেস্টের ষষ্ঠ আসর।
তবে আজ ১৮ ডিসেম্বর এলো খারাপ খবর। এই আয়োজনটির জন্য ভেন্যু বরাদ্দ দিয়েও তা ‘বাতিল করেছে’ আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই আবারও অনিশ্চয়তার মুখে পড়ে গেল লোকসংগীতের অনুরাগীদের প্রিয় ফোকফেস্ট।
তাই ভেন্যু বাতিলের ঘটনায় লোকসংগীতের এই আসর কবে হতে পারে সে বিষয়ে এখনই কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারছে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস।
প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন, ‘আমাদেরকে যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, অনিবার্য কারণ উল্লেখ করে তা বাতিল করা হয়েছে। তাই পুরো বিষয়টি এখন জটিলতার মুখে। সামনে রোজা এবং ঈদ আছে। এগুলো বিবেচনায় রেখে চিন্তা করা হবে। আমরা তো আয়োজনটি করতেই চাই। তবে কবে করতে পারবো সেটা এখন বলা যাচ্ছে না।’
একুশে সংবাদ//জা.নি//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

