প্রেমিক জাহির ইকবালকে চলতি বছর জুন মাসে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের পরেই ছুটে যান মুম্বাইয়ের একটি হাসপাতালে। সেখান থেকে বের হওয়ার সময় পড়েন ছবি শিকারীদের কবলে। আর তখনই ছড়িয়ে পড়ে, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা!
এর মাঝে কেটে যায় ছয়মাস। সম্প্রতিই এক অনুষ্ঠানে দম্পতিকে দেখা যায় অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থর সঙ্গে। সেখানেও সোনাক্ষীকে দেখা যায় খানিকটা পৃথুল চেহারায়। আর এতেই যেন সোনাক্ষীর মাতৃত্ব নিয়ে শুরু হয় ফের আলোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, তিনি আসলে অন্তঃসত্ত্বা নন, মোটা হয়ে গেছেন।
সোনাক্ষীর কথায়, ‘বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এই নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন।বহু আমন্ত্রণ এসেছে। কিছু দিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না?’
বিয়ের আগে টানা সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। ২৩ জুন বসেছিল তাদের বিয়ের আসর। তবে বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। ঘরোয়া আবহেই বিয়ে সেরেছিলেন দু’জনে। পরে বিলাসবহুল রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল প্রীতিভোজের।
একুশে সংবাদ//ঢা.প//র.ন