দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ এবার সেখানেই যুক্ত হলেন নতুন পেশায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। জায়েদ খান বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একইসঙ্গে নার্ভাসও। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়।’
জুলাইয়ের আন্দোলনের আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আর দেশে ফিরতে পারেননি তিনি।
এদিকে জুলাই আন্দোলনে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলাও হয়েছে। যে কারণে এখনই দেশে ফিরে আসা নিরাপদ বলে মনে করছেন না তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকায় ফিরবেন।
একুশে সংবাদ//ঢা.প//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

