AB Bank
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদিয়াকে বিনোদন সাংবাদিকদের ‘বয়কট’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:২৫ পিএম, ৪ নভেম্বর, ২০২৪
সাদিয়াকে বিনোদন সাংবাদিকদের ‘বয়কট’

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। দেশের বিনোদন সাংবাদিক সমাজ ‘বয়কট’ করেছেন তাকে। ঘটনার সূত্রপাত প্রথম আলোর সাংবাদিক শফিক আল মামুনের পেইজে অভিনেত্রীর একটি ভিডিওকে কেন্দ্র। 

প্রথম আলোর একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন সাদিয়া। সেখানেই সেই সাংবাদিক অভিনেত্রীর একটি নিজের ফোনে ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিওটি সাংবাদিক তার ব্যক্তিগত পেইজে প্রচার করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। নেটিজেনদের অনেকে ভিডিওটি কেটে ‘আপত্তিকর’ ভাবে তা প্রচার করে। এতেই ঘটে বিপত্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সাদিয়া আয়মান সাংবাদিক শফিক আল মামুনকে নিয়ে অভিযোগ তোলেন। এবং ভিডিওটিকে ‘আপত্তিকর’ এবং গোপনে ধারণ‍‍` করা হয়েছিল বলে অভিযোগ তোলেন। এতেই প্রথম আলো কতৃপক্ষ সেই সাংবাদিককে অব্যহতি দেন। পরবর্তীতে ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় সেই সাংবাদিক অভিনেত্রীকে ‘ছোট কাজলরেখা’ বলতে শোনা যায়। এমনকি অভিনেত্রীকেও সাংবাদিকের দিকে তাকিয়ে হাসতে দেখা যায়।

এতেই দেশের বিনোদন সাংবাদিক সমাজ ফুসে উঠেছেন। অভিনেত্রীর মিথ্যাচারে সাংবাদিক চাকরিচ্যুত বিষয়কে কেন্দ্র করে সাদিয়াকে বয়কট ঘোষণা করেছেন তারা।

এ ব্যপারে সাংবাদিকদের প্রশ্ন করা হলে তারা কোন মন্তব্য করতে নারাজ। তাদের একটাই ভাষ্য যাকে বয়কট করেছি তাকে নিয়ে কোন মন্তব্য করবো না।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!