ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র, নাটক-সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই নায়েকা। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। বেশ অনেকদিন হলো পর্দায় দেখা নেই তার। এবার জানা গেল, শুটিংয়ে ফিরেছেন মিম।

এদিকে, সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটির একটি শোরুম উদ্বোধন করতে এসে ছিলেন মিম। যেখানে তিনি ফিতা কেটে এই শোরুমের শুভ উদ্বোধন করে সাংবাদিকদের বলেছেন, ‘আমি এখানে প্রথম এসেছি। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা। যেহেতু সামনে বিয়ের মৌসুম চলে আসতেছে। তাই সবাই কেনাকাটা করবে আশা করছি।’

এ সময় ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, বাজুস-১ নম্বরের সহসভাপতি এম এ হান্নান আজাদ উপস্থিত ছিলেন।

এদিকে বিদ্যা সিনহা মিম যুক্ত হয়েছেন নতুন সিনেমা ‘আমি ইয়াসমিন বলছি’তে। গত বছর এর চুক্তি হলেও এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। ছবিটি পরিচালনা করছেন সুমন ধর।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

