নেত্রকোনার মদনে সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি শফিউল্লাহ লালনকে নিয়ে অশালীন মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিক্ষক মানিকের বিরুদ্ধে স্থানীয়রা মানববন্ধন করেছেন। শুক্রবার মদন-কেন্দুয়া সড়কের রতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চানগাঁও গ্রামের বাসিন্দাদের উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মদন উপজেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুমোদন পেয়েছে। কমিটিতে মাহমুদুর রহমান মির্জা সভাপতি, হাসানুল মান্না নিউটন সাধারণ সম্পাদক এবং শফিউল্লাহ লালন সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। কমিটি অনুমোদনের পর থেকে শিক্ষক মানিক এআই সফটওয়্যার ব্যবহার করে শফিউল্লাহ লালনের বিভিন্ন বিভ্রান্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং তার মর্যাদা ক্ষুন্ন করেছেন।
প্রতিবাদ স্বরূপ, ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় শতাধিক নারী ঝাড়– ও জুতা নিয়ে মানিক মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। একই দিন দুপুর ৩টায় চানগাঁও রতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুনরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চানগাঁও ইউনিয়নের আজিজুল ইসলাম, সুমন মিয়া, আলী আকবর, ইউপি সদস্য হাসিম উদ্দিন, চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহসিন মিয়া, মঞ্জুরা আক্তার, সাবিনা আক্তার, সালেহা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, মানিক মাস্টারকে তার অশালীন মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণের হুমকি দেওয়া হয়েছে।
শিক্ষক শফিউল্লাহ লালন জানান, “মানিক মাস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই সফটওয়্যার ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে আমার মান ক্ষুন্ন করেছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বাজে মন্তব্যও করেছে। তাই এলাকাবাসী এই মানববন্ধন করেছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

