AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাটোরের লালপুরে কদিমচিলান ভূমি অফিসের রাস্তা দখল করে বাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৪:২৭ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

নাটোরের লালপুরে কদিমচিলান ভূমি অফিসের রাস্তা দখল করে বাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ

নাটোরের লালপুরে কদিমচিলান ভূমি অফিসের সরকারি জায়গার একমাত্র রাস্তা দখল করে অনুমোদন ছাড়া বাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর লালপুরের কদিমচিলান বাজার ও ভূমি অফিস সংলগ্ন কদিমচিলান ভূমি অফিসের সরকারি একমাত্র রাস্তার ১নং খতিয়ানের ৪০১ নং দাগে কদিমচিলান গ্রামের মজিরউদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (সানা) (৪৫) তিনটি দোকান ঘর নির্মাণ করেছেন।

একই খতিয়ানের কদিমচিলানের রান্টু (৪৫) নামের একজন ভূমি অফিস সংলগ্ন (৪০১ নং দাগে) দুটি রুম বিশিষ্ট টিনশেড বাড়ি নির্মাণ করেছেন। উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা তাদেরকে এ কাজ না করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা তা অমান্য করেছেন।

এ বিষয়ে সানোয়ার হোসেন (সানা) বলেন, “আমি আমার জায়গায় দোকান নির্মাণ করেছি।” সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, তার কাছে কোনো কাগজপত্র নেই। রান্টু বলেন, “সরকারি জায়গা হলেও আমরা নিজেদের দখলে থাকা জায়গায় বাড়ি করেছি।”

পার্শ্ববর্তী জমির মালিক হারুনুর রশিদ জানান, ভূমি অফিস যাওয়ার একমাত্র রাস্তা দখল করে সানা ও রান্টু টিনশেড বাড়ি ও দোকান নির্মাণ করেছেন। তিনি অভিযোগ করেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ দেওয়ার পরও কোনও প্রতিকার পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, রাস্তা দখলমুক্ত হলে শুধু ভূমি অফিস নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতও সহজ হবে।

কদিমচিলান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিনহাজুল আবেদীন বলেন, “রান্টু ও সানোয়ার হোসেন ভূমি অফিসের রাস্তা দখল করে বাড়ি ও দোকান নির্মাণ করেছেন। উপজেলা ভূমি অফিস থেকে তাদেরকে রাস্তা দখলমুক্ত করার নোটিশ দেয়া হয়েছে। নোটিশের মেয়াদ শেষ হলেও তারা পদক্ষেপ নেননি। মার্কেট নির্মাণের আগে রাস্তার জায়গা সহ সরকারি সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণের পরও তারা তা অমান্য করেছেন।”

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান জানান, “এসিল্যান্ড এ বিষয়ে কাজ করছে। স্থাপনা সরানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পরও যদি তারা স্থাপনা সরায় না, তবে ভূমি আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!